বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটকল বন্ধের সিন্ধান্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৪:৩১ পিএম

রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিন্ধান্ত ও স্বাস্থ্য খাতে দূর্নীতির বিরুদ্ধে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা।
এসময় উদীচী শিল্পগোষ্ঠী জেলা শাখার সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রিজু বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিন্ধান্ত নেয়ায় এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিক আজ পথে বসেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। এছাড়া স্বাস্থ্য দূর্নীতি করে সাহেদের মত অনেকে পার পেয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন করে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।
মানববন্ধনে উদীচী শিল্পগোষ্ঠীর নেতারা ছাড়াও জেলা ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন