বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কাজই শিল্পীর পরিচয় বলে মনে করেন কমল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০০ পিএম

প্রখ্যাত চিত্রপরিচালক শামছুদ্দিন টগরের ছেলে সঙ্গীতশিল্পী কমল। তবে এটা তার পেশাগত পরিচয় নয়। তার পেশাগত পরিচায় তিনি একজন সঙ্গীতশিল্পী। প্লেব্যাকসহ পাঁচশ’র বেশি গান গাইলেও সবসময় প্রচার বিমুখ হয়েছিলেন। সঙ্গীত সাধনায় নিজেকে ব্যস্ত রেখেছেন। চলচ্চিত্রে অভিনয় তার কাছে খুব অসম্ভব কিছু ছিল না। যেখানে তার বাবা বানজারান, দস্যু বনহর, হুর এ আরব, দেনমোহর, দখল, স¤্রাটের মতো দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন, সেখানে তার পক্ষে চলচ্চিত্রে অভিনয় করা কঠিন ছিল না। সে পথে না গিয়ে তিনি সঙ্গীতকে বেছে নেন। বাবার অনুপ্রেরণায় প্লেব্যাক শুরু করেন। খ্যাতিমান সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেন। প্রকাশ করেছেন একক অ্যালবাম। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত গাইছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবেও রয়েছে তার ১.৫ কোটির বেশি ভিউজের গান। এত অর্জনের পরও কমল আড়ালেই থেকে গেছেন। কমল বলেন, নিজেকে এখনো ততটা যোগ্য মনে করিনা, যতটা যোগ্য হলে নিজেকে সবার সামনে নিয়ে আসা যায়। ভালোবাসি বলে হৃদয় থেকে গেয়ে যাচ্ছি, গেয়ে যেতে চাই আজীবন। অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় অনেক বড় তারকা আমার গাওয়া গানে পারফর্ম করছেন, কিন্তু তিনি নিজেই শিল্পীর নাম জানেন না। আবার দর্শক সারিতে আমার পাশে বসেই একজন সেই গান শুনছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, আমাকে চিনে না। অবশ্য এ ব্যাপারগুলো আমি উপভোগ করি। আমি মনে করি, শিল্পীর মুখে বলার তেমন কিছু নেই বা থাকে না, তার কাজই তার পরিচয়। কমল এখন বিজ্ঞাপনের জিঙ্গেল ও সিনেমার গানের পাশাপাশি কাজ করছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। তিনি বেসরকারী রেডিও স্টেশন ৯৬.৪ স্পাইস এফএম-এর স্টেশন ম্যানেজার হিসেবে কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন