দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জন মৃত্যুবরন করেছেন। তবে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। রোববার আইএসপিআরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ২০৫ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৮ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত দুই সেনা সদস্যসহ মারা গেছেন ১২ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন