মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চরম অর্থনৈতিক দুরাবস্থায় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৩:৫১ পিএম

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার জনগণ। সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, ইসরায়েলের তেলআবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। তবে সামাজিক দূরত্ব না মানলেও সবাই মাস্ক পরেই বিক্ষোভে অংশ নেন।
করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান। তাদের দাবি, করোনাকালে অভাবগ্রস্ত নাগরিকদের সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানান।
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের তেল আবিবের রবিন স্কয়ারে বিক্ষোভে শামিল হওয়াদের বেশিরভাগই ছিলেন তরুণ। সামাজিক দূরত্ব না মানলেও বিক্ষোভকারীদের সবার মুখেই মাস্ক পরা ছিল।
বিক্ষোভকারীদের দেশটিকে বাড়তে থাকা বেকারত্ব নিরসনের দাবি জানায়। পাশাপাশি অভাবগ্রস্ত নাগরিকদের জন্য করোনাকালীন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ে বিলম্বের অভিযোগ তোলেন।
এদিকে করোনা মহামারির কারণে ইসরায়েলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম সংকটে রয়েছেন। অনেকেই অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এরইমধ্যে দেশটিতে একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমতে শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন