বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রকৌশলী স্বামীর পর এবার স্ত্রী সখিপুর ইউএনও’র করোনা পজিটিভ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৫:২২ পিএম | আপডেট : ৫:৫৩ পিএম, ১২ জুলাই, ২০২০

টাঙ্গাইলের সখিপুরে স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েল এর পর রবিবার স্ত্রী সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাউল হুসনা লিজার করোনা পজিটিভ এসেছে। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান রবিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ইউএনও’র করোনা নেগেটিভ আসলেও উনার স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েল এর করোনা পজিটিভ আসে। পরে শুক্রবার পূনরায় ইউএনও,উনার মা,ছেলে,গৃহপরিচারিকাসহ ৪ জনের নমুনা দেন। এর মধ্যে রবিবার শুধু ইউএনও আসমাউল হুসনা লিজা স্যারের করোনা পজিটিভ আসে। উনার শরীরে জ¦র আছে,খাবারে রুচি নেই এবং খাবারের গন্ধ বুঝতে পারছেন না। টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাউল হুসনা লিজা প্রথম করোনা পজিটিভ হলেন। এ নিয়ে সখিপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯। একজন মারা যাওয়ার পর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ১৪জন বাড়িতে থেকে সুস্থ্য হয়েছেন। সখিপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা সকলেই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান,এ পর্যন্ত ৫৯৩জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে সকলেরই রিপোর্ট এসেছে। আজ রবিবার(১২জুলাই) নতুন আরো নয় জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন