বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শারজাহ অঞ্চলে উদ্বোধন হবে আরও ৫০টি নতুন মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৬:২৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ অঞ্চলে চালু হচ্ছে ৫০টি নতুন মসজিদ উদ্বোধন হচ্ছে। আমিরাতের শারজাহ অঞ্চলের ইসলাম বিষয়ক পরিচালক আব্দুল্লাহ বিন ইয়ারুফ আস-সাবুস ঘোষণা করেছেন, শারজায়ের বিভিন্ন স্থানে ৫০টি নতুন মসজিদ উদ্বোধন করা হবে। ডাইরেক্ট লাইন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আমরা ২৩টি নতুন মসজিদ উদ্বোধন করেছি। এ মাসের মধ্যে হাওশী এলাকায় আরও নতুন ৪টি নতুন মসজিদ উদ্বোধন করা হবে। শারজাহের ‌‘ রাহমানিয়াহ ’ এলাকায় ২৩টি মসজিদ রয়েছে জানিয়ে তিনি বলেন , এ বছরের মধ্যে শারজাহের আল - নাহদা , আল - নাসিরিয়াহ , আল - হামরিয়াহ , হাওশী , আল - রাহমানিয়াহ , আল - সিয়াহ এবং আল - হাসানসহ অন্যান্য অঞ্চলে নতুন ৫০টি মসজিদ উদ্বোধন করা হবে ।

তিনি জানান , বর্তমানে শারজাহ ’ র ২৭২৩টি মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন