চট্টগ্রামে করোনা টেস্ট কমে আসছে। এতে শনাক্তের সংখ্যাও কমে আসছে। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বলছেন, কোন উপসর্গ ছাড়া ভয় আতঙ্ক থেকে করোনা টেস্টের প্রবণতা কমছে। এতে ল্যাবগুলোতে নমুনা জমার হারও কমছে। গত কয়েক দিনে গড়ে এক হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। তাতে প্রায় তিনশ’র মতো সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন তা ধীরে ধীরে কমে আসছে।
গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা গতকাল রোববার পর্যন্ত ১১ হাজার ৪৯০ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন আরো ৩৭ জন। এনিয়ে মোট সুস্থ ছয় হাজার ৯০৭ জন। আরো দুই জনসহ এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২১৬ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণের হার এখন নিন্মমুখি। এটি ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন