রেদ্বওয়ান মাহমুদ
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
বাড়ছে পানি মাঠে
অলসতায় কাটছে বেলা
ভিড় কমেছে হাটে।
যখন-তখন সাঁতার কাটে
পাড়ার অনেক ছেলে
দিবস-রাতে মাছ শিকারে
ব্যস্ত এখন জেলে।
ঘর থেকে কেউ হচ্ছে না বের
খুব প্রয়োজন ছাড়া
কেউ দমাতে পারছে না যে
যাদের পেটে তাড়া।
বাঘের ডেরায় গল্প খোকা
ফজলে রাব্বী দ্বীন
বাঘমামাদের গল্প শুনে
পায় না খোকা ভয়
বাঘ কি ওমা সোনার হরিণ
দুষ্টু ভীষণ বেশ অমলিন?
সুন্দরবনে রয়?
তাদের বুঝি দালান ঘর?
নাকি টিনের? খায় কি খড়?
আমার মত পড়া জানে?
নাচতে পারে গানে গানে?
স্যারের হাতে মার শুধু খায়
তাই না মা? বুদ্ধি যে নেই
কানের নিচে দেই এক চাপড়
পড়েনা কোন জামা-কাপড়
আছে কেবল ঢং আর ঢোল
দাঁত বড় আর কিচ্ছুটি নেই;
তবুও আমার স্বপ্ন ভারী
দেখতে যাব বাঘের বাড়ি
আমার দুখান হাত দুটি মা
কষে ধরে রেখো,
উচিৎ কিছু শিক্ষা সেদিন
আসব গিয়ে দেখো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন