ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্যবিধি না মেনে মুখে ম্যাস্ক না পরায় ২৪ জনকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ করতে উপজেলার হাট-বাজার, ব্যাসস্টান্ডসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো মোঃ জালাল হাওলাদার (৫০), মোঃ রিয়াজ মাহম্মুদ (২৫), মোঃ আলামিন (৩৪), মোঃ ফারুক হোসেন (২৪), মোঃ অভি (১৮), মোঃ মিজান মাঝি (৩৫), মোঃ বেল্লাল (৪০), মোঃ লাল মিয়া (৫০), মোঃ সোহেল খান (৩০), মোঃ শাহদাৎ হোসেন (২৬), মোঃ ইউনুস (৫৫), মোঃ ইউসুব (৪৫), মোঃ রুবেল (২২), আব্দুল জলিল (৫০), মোঃ রহমান (৩৫), মোঃ সুলতান সিকদার (৫৫), মোঃ রিপন (৩১), মোঃ সোলায়মান (৩৫), মোঃ হিরন (৪৫), মোঃ লোকমান (২৩), মোঃ মাসুদুর রহমান (৩৫), মোঃ মুন্না (৪০), মোঃ পলাশ (২৮), মোঃ বাদল খলিফা (৪৫)।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য করায় বাংলাদেশ দন্ডবিধি ২৬৯ ধারায় ২৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ২৪ ব্যক্তিকে দুই হাজার এক শত টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন