শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১১:৫৯ এএম

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। এমন খবর প্রকাশ্যে আসতেই দুশ্চিন্তা আর উদ্বেগে ছেয়ে গেছে গোটা শোবিজ দুনিয়া। সিনেদুনিয়া তো বটেই, রাজনৈতিক সংগঠন থেকে ক্রীড়াঙ্গনের তারকারা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার আরোগ্য কামনায় ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ভক্তরা নানা মাধ্যমে শাহেনশার সুস্থতা কামনা করছেন।

শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের ভালোবাসায় রীতিমতো মুগ্ধ বলিউডের এ কিংবদন্তি। রোববার (১২ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়ায় দু'টি পোস্ট শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। প্রথমটিতে অভিনেতা লিখেছেন, 'আমার অসুস্থতার খবরে যারা আমার পরিবারের জন্য শুভ কামনা জানিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।'

এরকিছু সময়ের ব্যবধানে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরেক টুইট বার্তায় বিগ বি লেখেন, 'এই মুহুর্তে সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না। আপনারা যেভাবে অভিষেক, ঐশ্বরিয়া এবং আরাধ্যার জন্য প্রার্থনা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। দুই হাত জোড় করে তাদের বলছি আমি কৃতজ্ঞ!'

করোনা আক্রান্ত বর্ষীয়ান এই অভিনেতা কেমন আছেন? ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসছে নেটিজেনদের কথায়। তাঁর শারিরীক অবস্থা সম্পর্কে নানাবতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 'অভিনেতার শরীরে মৃদু উপসর্গ আছে। সে কারণে চিন্তার কোনও কারণ নেই, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর আগের অসুস্থার জন্য অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে তারা।'

শুধু অমিতাভ বচ্চনই নন, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা সবাই এখন চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে অভিনেতার স্ত্রী জয়া বচ্চন ও কন্যা শ্বেতা নন্দার করোনা নেগেটিভ এসেছে। তারপরও তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে বিএমসি কর্তৃপক্ষ অমিতাভ বচ্চনের দুই বাংলো 'প্রতীক্ষা' ও 'জলসা' সিলড করে দিয়েছে। পাশাপাশি আশেপাশের এলাকা কনটেইনমেন্ট জোনে রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন