বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে আন্দ্রেস দুদা পুনঃনির্বাচিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৩:৪৬ পিএম

পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে আন্দ্রেস দুদা পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি খুব সামান্য ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী রাফাল ত্রাসকোয়স্কিকে পরাজিত করেন। দুদা মোট ৫১.২ শতাংশ ভোট পেয়েছেন। -দ্য গার্ডিয়ান, সিএনএন, বিবিসি

দুদার দল একটি সোস্যাল কনজারভেটিভ পার্টি। দলটি এই নির্বাচনে জাতীয়তাবাদী অ্যার্নটড জাস্টিস পার্টির সঙ্গে জোট গড়েছিলো। অপরদিকে ত্রাসকোয়স্কি ওয়ারসর লিবারেল মেয়র । ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর এটি পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে স্বল্প ব্যবধানে জয়। এই নির্বাচনের প্রধান ইস্যু ছিলো ইউরোপয়ি ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ক।

মনে করা হচ্ছে , দুদার জয়ে দেশটির বিচারবিভাগে পরিবর্তন আসবে। এছাড়াও দুদা ইহুদীবিদ্বেষী বলে পরিচিত। তিনি এর আগে বেশ কয়েকবার বলেছেন , দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের জন্য তার দেশ ক্ষমা চাইতে চাইতে চাইতে বিরক্ত। তিনি আর এর ভার বহন করতে চাননা ।

দুদা সবসময়েই সমকামি অধিকার ও গর্ভপাতের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছেন , সমকামি এমন এক আদর্শ , যা কমিউনিজমের চেয়েও ভয়ানক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন