শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে মার্কিন ঘাঁটি লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

এবার মার্কিন ঘাঁটিতে করোনার হানা। জাপানের ওকিনাওয়া প্রদেশে অবস্থিত দুটি মার্কিন নৌঘাঁটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এগুলো লকডাউন করা হয়েছে। মার্কিন সেনারা জাপানে করোনা ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি দুটি লকডাউন করা হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছেন। সেখানে কর্মরত দেড়শতাধিক বেসামরিক লোকের করোনা শনাক্ত হওয়ার পর স্থানীয় প্রশাসন মার্কিন ঘাঁটিগুলো লকডাউনের চাপ দেয়। জাপান সরকারের মুখপাত্র ইউশিহিদে সুগা সোমবার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ফুতেনমা ও হানসেন মার্কিন ঘাঁটিতে ৬২ সেনার করোনা ধরা পড়ে। ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেন, রোববার থেকে ঘাঁটি দুটি লকডাউন করা হয়েছে। ঘাঁটির ভেতর সেনাসদস্যরা চলাচল করতে পারবেন, তবে বাইরে আসতে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন