শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসছে ব্রিটিশ সাঁজোয়া যান এজাক্স

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের খুনি-যস্ত্র এজাক্স। এটা ট্যাংক নাকি সাঁজোয়া যান তা দেখলে বোঝা যায় না। বিট্রিশ সেনা বাহিনীর গর্ব এফভি ১০৭ সিমিটার সাঁজোয়া যান। এটা আসলে যুদ্ধ যান। রনাঙ্গনে শত্রু ব্যুহ ভাঙতে এর জুড়ি নেই। এর ক্ষমতার সামনে অনেক যুদ্ধ সরঞ্জাম অচল। এই এফভি ১০৭ সিমিটারের উন্নত সংস্করণ হলো এ্যজাক্স। এই যুদ্ধ-বাহনটির উন্নয়ন ঘটিয়েছে জেনারেল ডাইনামিক্স। ব্যবহারকারী ব্রিটিশ আর্মি। আগে এ ধরনের সাঁজোয়া যান ব্যবহার করতো স্পেন ও অস্ট্রিয়া। এগুলো তৈরি করতো স্টেভর-ডাইমলার-পুচ স্পেজিয়ালফারজেগ এবং সান্তা বারবারা সিস্টেমাস। ২০০০ সালে দুটো কোম্পানিই কিনে নেয় ব্রিটেনের জেনারেল ডাইনামিক্স। এই কোম্পানিই তৈরি করবে কিলিং মেশিন এ্যজাক্স। ২০১৭ সালে শুরু হবে প্রাথমিক উৎপাদন। ২০১৯ সালে উৎপাদন শুরু হবে পুরোদমে। এ্যজাক্স নামটি নেয়া হয়েছে গ্রিক পুরাণ থেকে। এ্যাজাক্স পিছু হটে না। সে যোদ্ধাদের মধ্যে সেরা। যে কোন যোদ্ধার জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। বিশালদেহী, ভয়শূন্য, নিষ্ঠুর এবং চতুর যোদ্ধা। এ কারণেই জেনারেল ডাইনামিক্স এ নামটি বেছে নিয়েছে তার নতুন যুদ্ধযানের জন্য। ২০১৫ সালে জন্ম, ১০১৭ সালেই আসছে নতুন সংস্করণ। এই নতুন যুদ্ধ দানবের সামনে এফভি-১০৭ সিমিটার এর সামনে পুরাতন। আমেরিকান সেনাবাহিনীর জেএলটিভিও এর সামনে পুরাতন। এ্যজাক্সের রয়েছে ব্যাপক গুলি ছুঁড়ার ক্ষমতা। শত্রু পরাস্ত করার ক্ষমতা অসামান্য। আসীম টিকে থাকার ক্ষমতা। আর আছে শক্তিশালী জাগুয়ার ইঞ্জিন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন