মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পবিপ্রবি ভিসিকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১:০২ পিএম | আপডেট : ১:০৭ পিএম, ১৪ জুলাই, ২০২০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর হারুন-অর-রশিদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে করোনার উপসর্গে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারযোগে আজ ঢাকা নেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক( অতিরিক্ত দায়িত্ব )ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে সস্ত্রীক নমুনা প্রদান করে আসেন। উপাচার্যের ফুসফুসে ইনফেকশন থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে আজ সকাল সাড়ে দশটার দিকে পটুয়াখালী বিমানবন্দর থেকে ঢাকা নেওয়া হয়েছে। তিনি আরো জানান ইতিমধ্যে উপাচার্যকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন