বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় নতুন ৫০ জনের করোনা শনাক্ত

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৮:১১ পিএম | আপডেট : ৯:৫৭ পিএম, ১৪ জুলাই, ২০২০

কুমিল্লায় বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনা জয় করে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৫১ জন। জেলায় সর্বমোট সুস্থতার সংখ্যা ২ হাজার ৫৯০ জন বলে জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্রে জানা যায়।
জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দৈনিক ইনকিলাবকে বলেন, জেলায় নতুন আরো ৫০ জন করোনার আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন করে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আদর্শ সদরের একজন মারা গেছেন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ১১ জন, লাকসামে ৪ জন, চৌদ্দগ্রামে ৫ জন, চান্দিনায় ৪ জন, দেবিদ্বারে ৯ জন, মুরাদনগরে ৩ জন, বরুড়া ৫ জন, মনোহরগঞ্জ ২ জন, বুড়িচংয়ে ৫ জন, লালমাইয়ে ১ জন ও আদর্শ সদরে ১জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন