শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে ৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৮:৩২ পিএম

শেরপুর সদর উপজেলার চায়রা বিলে বেদখল হওয়া ৫০ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ ১৪ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের নেতৃত্বে ওই জমি দখলমুক্ত করেন। পরে উদ্ধারকৃত সরকারি জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। এসময় কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চান,শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মাহমুদ, এএসআই মাহবুব রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিলের সরকারি ৫০ একর জমি দীর্ঘদিন যাবত বেদখলে ছিল।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ বলেন, যারা সরকারি জমি এবং বিল অবৈধভাবে দখল করে স্থাপনা বা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে এবং সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে এমনটাই জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন