বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে জয়পুরহাটে ৫জন জেলহাজতে

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১০:২৪ পিএম

জয়পুরহাটের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সালমা ফার্মেসীর মালিক আবুল কালাম আজাদ সহ ৫জন মাদক সেবিকে গ্রেপ্তার করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে শহরের সালমা ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় হাতে নাতে তাদের আটক
করে। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান,
জয়পুরহাট শহরের সালমা ফার্মেসীতে আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে ওঁত পেতে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃপক্ষ। এক সময় তার দোকানে চারজন মাদক সেবি এসে টাপেন্টাডল ট্যাবলেট কেনার সময় হাতে নাতে ধরে ফেলে তারা। এ সময় সালমা ফার্মেসী থেকে ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে আবুল কালাম আজাদ এবং চার মাদক সেবিকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত অন্যরা হলেন
জয়পুরহাট সদরের তাজুর মোড় এলাকার সেলিম হোসেন (৩৮),পাচুরচকের রায়হান হোসেন, দোগাছীর সেলিম রেজা (২৮) ও সাহেবপাড়ার মুশফিকুর রহমান ওরফে টিটন (২২)। বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন