শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষ উদ্যাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ২:০৭ এএম

মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসাবে দেশব্যাপী গণপূর্ত অধিদফতরের প্রধান ভবন চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। গতকাল মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্ধোধন করেন। পরে তিনি তিটি চারা বৃক্ষরোপণ করেন। এ সময়ে তার সাথে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী ১টি গাছ কাটা হলে তার বদলে ৩টি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। জাতির পিতাও পরিবেশরক্ষায় গাছলাগানোকে উৎসাহিত করেছেন। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে নির্মলকরে। তিনি আশা করেন অচিরেই করোনার হাত থেকে মুক্তি পাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন