বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে শনাক্ত আরো ১৬৭

আক্রান্ত ১২ হাজার ছুঁইছুঁই

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১০:৪৬ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৬৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজারের মতো। আরো একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৬ জন।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ সব তথ্য জানানো হয়। চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয় ৯৬৫ জনের।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে একজনও করোনা পজেটিভ রোগী শনাক্ত হননি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন আরও ১৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে আরও ৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৫৮ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন ১৪৩০ জন। আর বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৫৪৩ জন। মোট সুস্থ ৬৯৭৩ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২১৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন