ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে তিউনিসিয়ায় এমনা চারকিউ নামের এক ব্লগারের কারাদণ্ড হয়েছে। তিনি ফেসবুকে মে মাস একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে কোভিড নিয়ে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আদলে কিছু আয়াত বিকৃত করেন। -বিবিসি, আল জাজিরা ও জি নিউজ
মঙ্গলবার তিউনিসিয়ার আদালত তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ছয়মাসের কারাদন্ডের রায় দেন।তবে এখনও এমনা চারকিউকে কারাগারে নেয়া হয়নি। জানা গেছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। সম্প্রতি আলজাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে তিউনিশিয়ার ব্লগার এমনা চারকিউ দাবি করেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা তার ছিল না।
জি নিউজ জানায় , এমনা চারকিউ দেশটিতে একজন সেক্যুলার একটিভিস্ট হিসেবে পরিচিত। তার ফেসবুক পেজের ইনফোতে লেখা রয়েছে ‘ এথিস্ট ’ । এমনা চারকিউ আল জাজিরার কাছে বলেছিলেন , তিনি ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করেন না। তার পোস্টটি ছিল নিছক ফান পোস্ট ও সাময়িক। তিনি পোস্টের ওপরে লিখেওছিলেন , ‘ টেম্পে রারি পোস্ট ’ । বিবিসি প্রতিবেদন জানায় , এ ব্লগার যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন