শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনারগাঁওয়ে আরও ৩ জন করোনা আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৩:১৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বুধবার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সোনারগাঁওয়ে ৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৩৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। আর চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বুধবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৭ জনের নমুনার রিপোর্ট পেয়েছি তার মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৪ জন, মৃত্যুবরণ করছেন ১৬ জন। আর চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ২০৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

তার দেয়া তথ্য মতে, মোগরাপাড়ার কাবিরগঞ্জে ১ জন মহিলা, পিরোজপুরের নয়াগাঁও ১ জন পুরুষ ও শম্ভুপুরার দুর্গাপ্রসাদয়ে ১ জন পুরুষ কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন