বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঁচ কোটিতে একটি দেখা যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

তিন বোন একই দিনে একই হাসপাতালে তিন সন্তানের জন্ম দিলেন। শুধু তাই নয়, একই প্রস‚তি বিশেষজ্ঞের তত্ত¡াববধানে তারা সন্তানের জন্ম দেন। আমেরিকার ওহিও-তে এমনই এক বিরল ঘটনা সামনে এলো। এই বিরল ঘটনা নাকি পাঁচ কোটিতে একটি হয়। ড্যানেসা হাইনেস, অ্যারিয়েল উইলিয়ামস এবং অ্যাশলে হাইনেস তিনজনেই ওহিও হেল্থ ম্যানসফিল্ড হাসপাতালে ৩ জুলাই তাদের সন্তানের জন্ম দিয়েছেন। সাড়ে চার ঘণ্টার মধ্যেই তিন সন্তানের জন্ম হয়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের ১৯৯৮ সালের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, একই দিনে তিন বোনের সন্তান জন্ম দেয়ার ঘটনা পাঁচ কোটিতে একটি দেখা যায়। তিন বোনই স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ড্যানিস বলেন, এটা তাদের কাছে আশীর্বাদ। একটা অসাধারণ অভিজ্ঞতা। তাদের চিকৎসক এডরয় ম্যাকমিলান অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তিন বোনের মধ্যে অ্যারিয়েল ওই দিন প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এর পর অ্যাশলে এক পুত্রসন্তান ও সব শেষে ড্যানিস কন্যাসন্তানের জন্ম দেন বলে জানা গেছে। এবিপি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন