শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদারীপুরে একই কারখানায় ২০ রকমের পণ্য উৎপাদন

সিলগালা : জরিমানা

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিকসহ ২০ রকমের নকল পণ্য একই কারখানায় উৎপাদনের অভিযোগে অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ভোক্তা অধিকার অধিদফতরের কর্মকর্তরা। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয় এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর মাদারীপুরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরনের নকল প্রসাধনী, জীবানুনাশক তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা। পরে কারাখানাটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মাদারীপুর ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার, শিশু খাদ্য ও কসমেটিকসহ কমপক্ষে ২০ ধরনের নকল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন