মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রেল প্রকল্প থেকে ভারতকে সম্পূর্ণভাবে বাদ দিয়েছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৯:৪৮ এএম

ভারতের সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েন চলছে। আর ইরান চীনের সঙ্গে ৪০ বছরের চুক্তি করেছেন। অন্যদিনে ইরানের একটি রেল প্রকল্প থেকে ভারতকে সম্পূর্ণভাবে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক দ্যা হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে এ রেল প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার দ্যা হিন্দু জানিয়েছে, চবাহার-জাহেদান রেল প্রকল্পের কাজ ইরান একাই শেষ করতে যাচ্ছে। অথচ প্রথম দিকে এই প্রকল্পে ভারতের বিনিয়োগের কথা ছিল এবং তা থেকে ভারত পণ্য রপ্তানি ও নানাখাতে লাভবান হতে পারত।

রেল প্রকল্পে অর্থ বিনিয়োগ ও সরঞ্জামাদি সরবরাহ করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে ইরান ভারতকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইরান গত সপ্তাহ থেকে ৬১০ কিলোমিটারের রেল লাইনে ট্রাক বসানোর কাজ শুরু করেছে। তার আগে ইরান কর্তৃপক্ষ বলেছে, প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার মতো সুযোগ তাদের হাতে আছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ইরান এখন একাই চলতি ফার্সি বছরের মধ্যে রেল প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে।

ইরানের রেল প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে ভয় পাচ্ছে ভারত। দিল্লি মনে করছে- এতে ক্ষিপ্ত হয়ে আমেরিকা দিল্লির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন