বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়ায় হাফতার নিয়ন্ত্রিত এলাকার গণকবর থেকে ২২৫ লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ২:০১ পিএম

লিবিয়ায় যুদ্ধবাজ হাফতারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন গণকবর থেকে ২২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতিসংঘ সমর্থিক সরকার গতকাল বুধবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
জুন মাসে যুদ্ধবাজ হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তারহুনা অঞ্চল দখলে নেয় সরকারি বাহিনী ‘ভলকানো অব রেইজ’। এরপর থেকে সেখানে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। গত ৪০ দিনে তারহুনা অঞ্চলের বিভিন্ন গণকবর থেকে ২২৫ জনের লাশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
জুলাই মাসের শুরুতে লিবিয়া সরকারের প্রেস অফিস থেকে জানানো হয়েছিল, ৫ থেকে ২৮ জুন পর্যন্ত তারা তারহুনার বিভিন্ন গণকবর ও স্থান থেকে ২০৮টি মরদেহ উদ্ধার করেছে। সে সময় তারহুনা শহরের হাসপাতাল থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছিল বিভিন্ন কন্টেইনার ও একাধিক পানির কূপ থেকে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন