বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড মুচলেকা দিয়ে অভিভাবকদের রক্ষা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৫:১০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক স্কুল ছাএী। উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের নবম শ্রেণির ছাত্রীর সাথে পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার সিমলাতলা গ্রামের একজন নির্মাণ শ্রমিকের সাথে বুধবার রাতে সু² কৌশলে বিয়ের আয়োজন চলছিল। বিয়ের সব আয়োজন শেষ বর আসতে বাকী।
স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠান। বে-রসিক পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পন্ড করে দেয় বাল্যবিয়ে। এসময় কনের অভিভাবকরা বিয়ের আয়োজন না করার মুচলেকা দিয়ে আটকের হাত থেকে রেহাই পান।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন ও ইউপি সদস্য বাবুল দাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, গোপনীয়তা রক্ষা করে ওই শিক্ষার্থীর বাল্যবিয়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে বিয়ে বন্ধ করে অভিভাবকের কাছ থেকে মুচলেকা রেখে দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন