বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিছিয়ে গেল আকবরদের ইংল্যান্ড ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলকে নিয়ে কত পরিকল্পনাই না ছিল বিসিবির! ইংল্যান্ডে লম্বা সময় ক্যাম্প করানো হবে, সেখানে বিশেষজ্ঞ কোচদের আনা হবে, ক্রিকেট স্কিল সমৃদ্ধ করার পাশাপাশি তাদেরকে জীবনাচরণের শিক্ষাও দেওয়া হবে, এমন অনেক কিছু। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে ভেস্তে গেছে সব পরিকল্পনা। গতপরশু গেম ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে জানা গেছে, এবছর নয় আকবর আলীদের আগামী বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ক্যাম্প করাােনর চেষ্টা করছে বিসিবি।

বিসিবিতে গতপরশু ছিল গেম ডেভেলপমেন্ট কমিটির সভা। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ভবিষ্যতের পাশাপাশি সভায় আলোচনা হয়েছে নতুন অন‚র্ধ্ব-১৯ দল গঠন করা নিয়েও। সংশ্লিষ্ট সব পক্ষের অনুমতি পেলে ঈদুল আজহার পর যুবাদের ক্যাম্প শুরু করতে চায় গেম ডেভেলপমেন্ট বিভাগ। সভা শেষে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ ভিডিও বার্তায় জানালেন, যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে তাদের ভাবনা, ‘আমরা অনেক ভালো কিছু করতে চাই। ইংল্যান্ডে আলাপ করেছিলাম, ওখানে লম্বা সময় ক্যাম্প করতে পারি কিনা। কিন্তু এই বছর তো আমরা মিস করছি। সেপ্টেম্বর-অক্টোবরে গিয়ে ওই কন্ডিশনটা পাওয়া যাবে না। আমরা এখন থেকেই ভেবে রাখছি, আগামী বছরের জুন-জুলাইয়ের দিকে যেন ৬০ দিনের ক্যাম্প করতে পারি কোনো একটা কাউন্টিতে। মূল ফোকাস থাকবে ক্যাম্প। কিন্তু আমরা ম্যাচও খেলব। ট্রেনিং সেশনে স্পেশালিষ্ট কোচদের আমন্ত্রণ জানাতে পারি। আমরা অনেক দূর এগিয়েছি, বাজেট তৈরি করেছি। এই বছর তো আর হবে না, পরের বছর করার জন্য পরিকল্পনা করে রাখছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন