শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়া সরকারকে হুমকি সিসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে অলস বসে থাকবে না মিসর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি লিবিয়া সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন। আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে কায়রোতে এক বৈঠকে মিলিত হন আবদেল ফাতাহ আল-সিসি। বৈঠকটি শেষে এক বিবৃতিতে মিসরের প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে মিসর অলস বসে থাকবে না। শুধু মিসর নয় লিবিয়া এবং আঞ্চলিকভাবে কোনো হুমকিকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। মূলত লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার জিএনএকে এই হুঁশিয়ারি দেন সিসি। বৈঠকে লিবিয়ার বিদ্রোহী হাফতার গোষ্ঠীর এ নেতারা সিসিকে আহবান জানান, কায়রো যাতে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করে। ২০১৪ সাল থেকে দুইভাগে বিভক্ত লিবিয়ার গৃহযুদ্ধে হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে আরব আমিরাত, রাশিয়া এবং মিসর। অন্যদিকে ত্রিপোলি সরকার জিএনএ'কে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। এদিকে সিসির এই বক্তব্যের নিন্দা জানিয়েছে জিএনএ। একে লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ বলে মন্তব্য করে তারা। ত্রিপোলি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-কাবলাভি বলেন, সিসির এই বক্তব্য শান্তির উদ্দেশে নয়। লিবিয়ার সংঘাতকে তিনি আরও বাড়িয়ে তুলছেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন