বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পার্লামেন্টে প্রচন্ড হাতাহাতি

ভূমি, সমুদ্র ও আকাশে যুদ্ধমহড়া চালিয়েছে তাইওয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মারলে তা সহিংসতায় রূপ নেয়। ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন আরও দুপক্ষের কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময়ের ঘটনা ঘটে। সেই হাতাহাতির ভিডিও পোস্ট করেছে প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এর পরই এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এএফপির ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে রূপ নেয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন। অপর এক খবরে বলা হয়, আগ্রাসী শক্তি মোকাবিলার প্রস্তুতি হিসেবে ভূমি, সমুদ্র ও আকাশে যুদ্ধমহড়া চালিয়েছে তাইওয়ান। স্বশাসিত তাইওয়ানের চীনের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে এই মহড়া চলছে। উত্তেজনার পারদ চরমে উঠেছিল যখন চীনের তরফ থেকে বলা হয়েছিল, তাইওয়ান যদি স্বাধীন হওয়ার চেষ্টা করে তাহলে প্রয়োজনে তারা শক্তি প্রদর্শন করবে। এই অবস্থার মধ্যে এই মহড়ায় তাইওয়ান তাদের শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসাবে এটা করছে বলে মনে করা হচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, এই মহড়ার মাধ্যমে নিজেদের ভূখন্ড রক্ষায় তারা যে দৃঢ় সংকল্পবদ্ধ তারই প্রমাণ বহন করে। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই তারা এগুচ্ছে। তিনি আরো বলেন, গণতন্ত্র ও তাদের অস্তিত্ব রক্ষায় তারা সবধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন। এদিনের মহড়ায় তাইওয়ান এফ-১৬ ও নিজেদের বানানো চিংকুয়ো যুদ্ধবিমানও ব্যবহার করেছে। এএফপি, ব্যাংকক পোস্ট. রয়টার্স, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন