বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে আরো ৪জনসহ মোট ৫০জন করোনায় আক্রান্ত

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৮:৫৬ পিএম

নাটোরের লালপুরে নতুন আরো ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় একজন ডাক্তার, ৪জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন এসআই, পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য, একজন ছাত্রসহ মোট ৫০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩০জন।
শুক্রবার (১৭জুলাই) রাত সারে ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘শুক্রবার রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন এসআই, মৎস অফিসের একজন কর্মচারী, স্বা¯'কর্মীর একজন স্ত্রীসহ ৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর জানানো হয়। গত ১৪তারিখে ৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো আজ ১৯জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৪জনের পজেটিভ এসেছে। এর আগে গত কাল (১৬ জুলাই) ১৬ জনের রিপোর্ট এসেছে এরমধ্যে ৯জনের রিপোর্টে পজেটিভ এসেছে। তিনি আরো জানিয়েছেন,‘আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন