শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তার চারিত্রিক বৈশিষ্টের নেতিবাচকতার জন্যই বাদ দিয়েছি অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১১:৫৪ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল হিরো আলমকে তার নতুন সিনেমায় সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছিলেন। নানা কারণে বিতর্কিত হওয়া সত্ত্বেও তাকে চলচ্চিত্রে একটি সম্মানজনক অবস্থান সৃষ্টি করে দেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এ সুযোগ দিয়েছিলেন। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি দিয়ে চূড়ান্তও করেছিলেন। এরপর থেকে চলচ্চিত্রাঙ্গণের বিশিষ্টজনরা বিতর্কিত হিরো আলমকে নিয়ে সিনেমা না করার জন্য তাকে পরামর্শ দেন। তারপরও তিনি তাকে নিয়ে সিনেমা করার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে বিশিষ্টজনদের পরামর্শ শুনে তিনি যখন ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নেন, তখন তিনি হিরো আলমের বিতর্কিত নানা কর্মকা-ের কথা জানতে পারেন। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনের এসব বিতর্কিত কর্মকা- জেনে তিনি ব্যথিত হন এবং সিদ্ধান্ত নেন, তাকে নিয়ে সিনেমা করবেন না। বিষয়টি তিনি তার ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। এ ব্যাপারে অনন্তর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি চেয়েছিলাম, যেহেতু একটি ছেলে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে চায়, তাই আমার সিনেমার মাধ্যমে যদি তা হয়, তবে ক্ষতি কি! চেয়েছিলাম হিরো হওয়ার জন্য যে ধরনের বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, তা না থাকলেও তাকে অন্যভাবে উপস্থাপন করে একটি শক্ত অবস্থান গড়ে দিতে। যখন তাকে চুক্তি করলাম, তখন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা আমাকে তার নেতিবাচক দিক তুলে ধরে তাকে না নেয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শ ছিল, ছেলেটি ইতোমধ্যে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। চলচ্চিত্রের এর আগে কেউ এ ধরনের কর্মকা-ে লিপ্ত হয়নি। অনন্ত বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে সে বিবাদে জড়িয়ে পড়েছিল। আমি আন্তরিকতা এবং মানবিকতার কারণে তাদের মধ্যকার এ বিবাদ মিটিয়ে দেয়ার উদ্যোগ নেই এবং মিটিয়ে দেই। তারপরও সে বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করা অব্যাহত রাখে। এতে আমি যে উদ্যোগ নিয়েছিলাম, সে তার কোনো মূল্যই দেয়নি। এ থেকে বুঝতে পারি, কেউ নেতিবাচক চরিত্র বজায় রাখলে তা সংশোধন করা কঠিন। কয়লা ধুইলেও ময়লা যায় না। অথচ আমি তাকে আন্তরিকভাবেই সহযোগিতা করতে চেয়েছিলাম। অনন্ত বলেন, একজন মানুষকে তার অবস্থান বুঝে কথা বলা উচিৎ। চলচ্চিত্র এবং এ সংশ্লিষ্ট মানুষদের নিয়ে কথা বলার আগে এ সম্পর্কে ভালোভাবে জানা দরকার। গ্রুমিংয়ের প্রয়োজন হয়। কখন কি কথা কিভাবে বলতে হবে, তা জানা ও শেখা প্রয়োজন। আমি তাকে এই সুযোগই দিতে চেয়েছিলাম। দুঃখের বিষয়, সে তার বৈশিষ্ট্য অনুযায়ী নানা মন্তব্য করে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের বিরাগভাজন হয়েছে। তিনি বলেন, হিরো আলমের পক্ষে বোঝা সম্ভব হয়নি, আমার অবস্থান এবং আমি কী ধরনের সিনেমা নির্মাণ করি। এখন হয়তো সে তার বৈশিষ্ট্য অনুযায়ী আরও নেতিবাচক মন্তব্য করতে পারে। এতে আমার কিছু যায় আসে না। কারণ, ভাল-মন্দ বোঝার মতো শিষ্টাচার এবং জ্ঞান-বুদ্ধি তার কতটুকু তা বোধ করি সবাই জেনে গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (19)
mahmood ১৮ জুলাই, ২০২০, ১২:৩৪ পিএম says : 0
your decision is100% correct he will not rectify...
Total Reply(0)
শিপন সরকার ১৮ জুলাই, ২০২০, ১২:৪১ পিএম says : 0
জলিল ভাই আপনাকে ঈশ্বর সামর্থ দিয়েছেন বলেই আজকে আপনি এই যায় গায় আসতে পারছেন। আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি হিরো আলম ভাই আসলেই মনের দিক দিয়ে অনেক ভালো যা তুলনা করা যায় না কারো সাথে ‌। আপনি জলিল ভাই কে নিয়ে ছবি বানান প্লীজ দেখুন না ও আপনার ধারায় যদি দেশের মানুষের মন জয় করতে পারে তাহলে খারাপের কিছু না
Total Reply(0)
hasan ১৮ জুলাই, ২০২০, ১:২২ পিএম says : 0
অন্নতো ভাই যেটা ভালো মনে করেন
Total Reply(0)
M Shajib Amin ১৮ জুলাই, ২০২০, ১:৩৩ পিএম says : 0
জলিল ভাই আপনি নিজ অবস্থানে প্রতিষ্ঠিত এবং অত্যন্ত দয়ালু ও পরোপকারী একজন মানুষ।। এখানে আসলে সমস্যাটি জনাব হিরো আলম ইচ্ছে করে তৈরী করেন নাই। সমস্যার সৃষটী হয়েছে তার স্বল্প জ্ঞানের কারণে। কারণ একজন মূর্খ মানুষ যেহেতু নিজের সামাজিক অবস্থান সম্পর্কে জানে না, ফলে অন্য মানুষের সামাজিক অবস্থান সম্পর্কে জ্ঞান রাখা তার জন্য অসম্ভব ব্যাপার ।।তাই কারও সন্মানের গভীরতা সম্পর্কে বোঝা তার পক্ষে সম্ভব না।এটা মূর্খ ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে করে না।।তার জ্ঞানের সীমাবদ্ধতার কারনে এটা হয়। আপনি বয়স,সামাজিক অবস্থান,শিক্ষা সবদিক দিয়ে হিরো আলম থেকে অনেক উপরে অবস্থান করছেন। কাজেই মানবিক দিক বিবেচনা করে তাকে সিনেমা থেকে বাদ দিয়েন না।।এটা আপনার প্রতি আমার ব্যাক্তিগত অনুরোধ।।ভাই ব্যাক্তিজীবনে আমি একজন চিকিৎসক। আমি চলচ্চিত্রর সাথে জড়িত কোন ব্যাক্তি নই।। আমার বিস্বাস হিরো আলমকে নিলে আপনার সিনেমা সুপার ডুপার হিট করবে।।কারণ এই ধরনের একজন সমালোচিত ব্যাক্তির কর্মকানড দেখার জন্য হইলেও মানুষ পৃক্ষাগৃহে যাবে।।অন্তত আমি যাইতাম।। আপনার বিবেচনাবোধ আর মানবিক মুল্যবোধ থেকে বিষয়টা পুনরায় বিবেচনা করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।।
Total Reply(0)
সুমন দত্ত ১৮ জুলাই, ২০২০, ১:৫৮ পিএম says : 0
আপনাকে স্যার একটা রিকোয়েষ্ট করবো আপনি বরং আমাকে একবার চান্স দিয়ে দেখুন, আমি আপনাকে ভগবানের আসনে পুজো করবো এবং সম্মান দেবো আমি যথেষ্ট অভিনয় করতে ভাল পারি, অনেকদিনের শখ ইচ্ছে আমি অভিনয় করি, কিন্তু এখনকার যুগে বিভিন্ন ডিরেক্টর থেকে শুরু করে অনেকেই আছেন পয়সা ছাড়া ঘুষ না দিলে কাজ হয়না, আমাদের মত ট্যালেন্টেড ছেলেরা পিছিয়ে থাকে, যাদের অনেক টাকা আছে যারা ঘুষ দিতে পারবে তারাই চান্স পায় সিনেমাতে,অনেক তো বড় বড় বাড়ি ছেলেমেয়েদেরকে তুলেছেন একবার গরিব ছেলেদের কে তুলে দেখুন না,আমরা টাকা দিতে পারি না বলে সিনেমায় চান্স করতে পারি না,দয়া করে আপনার সিনেমাতে আমাকে যেকোন একটা চান্স দিন আমি আপনাকে স্যালুট জানাই স্যার অনুরোধ করছি, এবং কৃতজ্ঞ থাকব আপনার প্রতি,
Total Reply(0)
এস. এম. কাঞ্চন ১৮ জুলাই, ২০২০, ২:০৬ পিএম says : 0
আপনি প্রথমে যে সিদ্ধান্ত নিয়ে ছিলেন এক কথায় মানবতার একটা সিদ্ধান্ত পরে যে সিদ্ধান্ত নিলেন সেটা্ও ইতিবাচক হয়েছে বলে আমি মনে করি। কারনঃ প্রতিটি মানুষ কিছু বলার আগে ভাবা উচিত আমি কি বলছি সেটা জনগন কিভাবে নিবে যেহেতু এটা পাবলিকেল, বাট হিরো আলম কি বলে নিজেও জানে না সে কি বলতে চাচ্ছে বা সেটা বলা যায় কিনা, ধন্যবাদ জানাই আপনার মহানুবতা দেখে ভাল থাকবেন আপনি।
Total Reply(0)
Turja Paul ১৮ জুলাই, ২০২০, ২:১০ পিএম says : 0
আসসালামু আলাইকুম অনন্ত জলিল স্যার এবং বর্ষা মেডাম। আমি তূর্য পাল। চট্টগ্রাম থাকি আমার আরথিক অবস্থা খুভি অসহায়। স্যার আপনার মুনসুন প্রোডাকশন হউস এ আমি কাজ করতে চাই স্যার আমি এশিয়ান ইউনিভার্সিটি তে ভর্তি হয়েছিলাম বাবা ২০১৯ সালে ব্রেইন স্ট্রোক করেন। আপনি অনেক হৃদয় বান মানুষ আমাকে যদি একটা কাজ দিয়ে সাহায্য করতেন আমার পরিবার টা চলতে পারত।আল্লাহ যা করে ভালোর জন্য করেন। স্যার আমাকে আপনার মুভিতে ছোট্ট একটা রোল দেয়া যাবে, আমার ১০ বছর এর ঠিয়েটার এর অভিজ্ঞতা আছে। অন্তত হিরো আলঅম এর চেয়ে ভালো পারফরম্যান্স করতে পারবো আর আমার হিরোর রোল চায় না। একটা মরা লাশ এর রোল এ ও আমি অভিনয় করতে রাজি আছি।
Total Reply(0)
এ এইচ. ভূইয়া ১৮ জুলাই, ২০২০, ২:১৪ পিএম says : 0
এই ছেলের কোন বিডিও, সিনেমা আমি কখনো দেখিনাই দেখার ইচ্ছাও নাই। তবে এই ছেলেটাই বাংলা সিনেমা ও ভিডিওতে দির্ঘ দিন টিকে থাকবে আজ জারা তাকে অবহেলা করছে তারা হারিয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করেছি গ্রামের লোক শ্রমিক শ্রেণীর বহু তার ভক্ত আছে।
Total Reply(0)
রাজিব ১৮ জুলাই, ২০২০, ২:২৮ পিএম says : 0
জলিল ভাই আপনি হিরো আলমকে নিয়েনেন হিরো আলোয় কিন্তূ ভালো এক জন অভিনেতা ওর অভিনয় ফানি অভিনয় খুব চমত করে এবং অন্যান্য অভিনয় ভালো মানের ওকে বাত দেয়া আপনার ভুল একটা ডিছিসন। আমাদের দেশে ভালো মানের অভিনেতা নাই বলেই চলে সবাই সমলোচনা করতে পারে কিন্তু ভাল মানের অভিনেতা আনতে পারে না আ বাংলা ছবি ব্যাক্তিগত ভাবে আমি দেখি না কিন্তু হিরো আলমের সব ছবি আমি দেখেছি ওর ছবি দেখে আমার ভালোই হাসি পায় ।
Total Reply(0)
NASIR UDDIN ১৮ জুলাই, ২০২০, ২:৩৬ পিএম says : 0
আমি আসা করবো জলিল ভাইয়ের কাছে,আপনি আপনার সিদ্ধান্তো বদলান কারন আল্লাহ আপনাকে অনেক দিয়েছে,কাউকে কখনো ছটো করে দেখবেন না,আমি মনে করি হিরো আলম কে দিয়ে যদি আপনি ছিনেমা বানান তাহলে দেখবেন আপনার ছিনেমা সুপার হিট হবে এমন,বির্তক লোকদের কে মানুষ ছিনেমা হলে অবশ্যই যাবে আমিও যাব,তাই আপনাকে অনুরোধ করছি আপনি কারো কথাই কান না দিয়ে নিজের সিদ্ধানো নিজে নিয়েন,আপনিতো জানেন আজ আপনার টাকা আছে আপনার পিছনে সবাই,আছে দেখবেন কাল টাকা থাকবে না আপনার পিছনে কেউ থাকবে না,আর হিরো আলমের কথা কি বলবো হিরো আলম যেখানে আছে ওখানে যাইতে হলে তাকে আবার জন্মো নিতে হবে,কারন ইউটুবে সে সবার উপরে আছে,,তাই আপনাকে আবারো অনুরোধ করছি আপনি আপনার সিদ্ধান্তো বদলান,,
Total Reply(0)
জাকির হুসেন।ডুবাই থেকে ১৮ জুলাই, ২০২০, ২:৫৪ পিএম says : 0
জলিল ভাই আপনি একজন দানশিল মানুষ।আপনি মনে করবেন হিরো আলমকে দিয়ে যে ছবি বানাবেন তা আপনি দান করতেছেন এই মনে করে ওকে একটা সুযোগ করে দিন।আমরা আপনার কাছে দেশ বাসীর পক্কথেকে এই দাবি জানাই।আমি হিরো কে নিয়ে আপনার লাইভ দেখেছি।আপনি বুজাতে চেয়েছিলেন গরীবহলে যে মানুষ টল করবে তা ঠিক নয়।সমাজে কে কি বললো তা আপনি বিবেচনায় না নিয়ে।আপনার উদার মন দিয়ে একটা সুজুগ ওকে করে দি।
Total Reply(0)
Arif ১৮ জুলাই, ২০২০, ৩:৩১ পিএম says : 0
Dear brother, ami upnar chuto maner ekjon bokto. Jokhon dekhlam upni hero alom ke ekta jaygha kore dite chachen, tokhon theke bhablam ami r upnar o borsha apar kuno program o film r miss korbona... kintu jokhon janlam upni r hero alom ke nichen na, tokhon theke etai siddanto niechi je ami r amar jiboddosay upnar o borsha apar kuno onusthan r dekhbo na....i dhoni manush pochondo korina..bright mon chara...
Total Reply(0)
MD Nurul Islam shihan ১৮ জুলাই, ২০২০, ৫:২৭ পিএম says : 0
আসসালামুআলাইকুম স্যার আমি আপনার অনেক বড় ফ্যান আপনাকে মন থেকে ভালবাসি এই কারণে আপনি ছবিতে যে রকম হিরো বাস্তবে আপনি একজন হিরো ❤️❤️ মিডিয়াতে আজ পর্যন্ত সবারই কমবেশি দুর্নাম শুনছিলাম কিন্তু আপনার ব্যাপারে এখনো পর্যন্ত শুনি নাই এতটুকুই বলব যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন হিরো আলম কে আপনি একবার সুযোগ দিয়েছিলেন কিন্তু তাঁর জ্ঞানের অভাবের কারণে সে তার ভাগ্যের চাকা ঘুরাতে পারে নাই মিডিয়াতে তাকে নিয়ে কিছু সমালোচনা হয়েছিল কিন্তু আপনি মিট করে দিয়েছিলেন কিন্তু তার কিছু জ্ঞান হীন কাণ্ডের কারণে তার ভাগ্যের চাকা সে নিজে হারিয়ে গিয়েছে সিনিয়রদের সম্মান করতে পারে না সামনে তো সে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না হঠাৎ করে আপনার নামে কিছু একটা ছড়িয়ে দিতে পারে তাই বলতে চাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান আমি চাইনা যে মিডিয়াতে আপনার কোন মান-সম্মানের আঘাত আসুক আল্লাহর রহমতে আপনার অনেক জ্ঞান বুদ্ধি আছে যেটা ভালো সেটাই করবেন এটাই আপনার কাছে আশা করি ভালো থাকবেন ❤️ লাভ ইউ স্যার
Total Reply(0)
এম, এ, খালেক ১৮ জুলাই, ২০২০, ৮:৫৯ পিএম says : 0
অনন্ত জলিল ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার একজন ভক্ত, ভক্ত হিসাবে আপনার সকল কাজ কর্ম আমার ভাল লাগে এবং প্রশংসার দাবিদার। আপনি যখন ঘোষনা দিলেন হিরো আলমকে দিয়ে সিনেমা বানাবেন তখন আমরা আপনার ভক্তরা খুবই আনন্দিত হয়েছিলাম যে আপনি অন্তত হিরো আলমের পাশে দাড়িছেন। তখন আমরা আপনার মূল্যবান কথাগুলো যেমন মানুষ মানুষের জন্য, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ বাস্তবায়ন আশাকরে ছিলাম কিন্তু যখন আপনি তাকে আপনার সিনেমা থেকে বাদ দিলেন তখন আপনার প্রতি আমার ভালবাসা ভক্ত অনেকটা হ্রাস পেয়েছে কারন আমরা আপনার নিকট হইতে এমনটা আশাকরি নাই। সবশেষে আমি আপনার একজন ভক্ত হিসাবে আপনাকে অনুরোধ করব আপনি হিরো আলমকে আপনার সিনেমায় সুযোগ দিন কারন হিরো আলমের মত লোকদের জন্য আপনারা সয়ং আল্লাহর তরফ থেকে সাহায্যকারী। কোন মানুষ সফল হইতে হইলে কাহারো না কাহারো সাহায্যের প্রয়োজন। তাকে সহঢ়োগিতা করলে আপনার সম্মান,গ্রহণযোগ্যতা প্রশংসা ভক্ত আরো বেড়ে যাবে আপনার কোন ক্ষতি হবেনা।
Total Reply(0)
Md mamun Hussain shamim ১৮ জুলাই, ২০২০, ৯:৩৬ পিএম says : 0
Prio jalil vi apnar film a hero alom k dekhte chai plz
Total Reply(0)
Rahim ১৯ জুলাই, ২০২০, ১:৩১ পিএম says : 0
U r right sir@100
Total Reply(0)
Md shamim ২০ জুলাই, ২০২০, ৩:৩৯ পিএম says : 0
হিরো আলমকে একটাবার সুযোগ দিন ভাই আপনার সিনেমাতে মানুষের ঠল পোরবে। কারন মানুষ কমেডিয়ান কিছু দেখতে পছন্দ করে সিনেমার মাঝে। ও দিলদার ভাইয়ের মতো ই কমেডিয়ান।
Total Reply(0)
Belal Akon ২০ জুলাই, ২০২০, ৫:৩২ পিএম says : 0
জলিল ভাই আপনি নিজ অবস্থানে প্রতিষ্ঠিত এবং অত্যন্ত দয়ালু ও পরোপকারী একজন মানুষ।। এখানে আসলে সমস্যাটি জনাব হিরো আলম ইচ্ছে করে তৈরী করেন নাই। সমস্যার সৃষটী হয়েছে তার স্বল্প জ্ঞানের কারণে। কারণ একজন মূর্খ মানুষ যেহেতু নিজের সামাজিক অবস্থান সম্পর্কে জানে না, ফলে অন্য মানুষের সামাজিক অবস্থান সম্পর্কে জ্ঞান রাখা তার জন্য অসম্ভব ব্যাপার ।।তাই কারও সন্মানের গভীরতা সম্পর্কে বোঝা তার পক্ষে সম্ভব না।এটা মূর্খ ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে করে না।।তার জ্ঞানের সীমাবদ্ধতার কারনে এটা হয়। আপনি বয়স,সামাজিক অবস্থান,শিক্ষা সবদিক দিয়ে হিরো আলম থেকে অনেক উপরে অবস্থান করছেন। কাজেই মানবিক দিক বিবেচনা করে তাকে সিনেমা থেকে বাদ দিয়েন না।।এটা আপনার প্রতি আমার ব্যাক্তিগত অনুরোধ।।ভাই ব্যাক্তিজীবনে আমি একজন গামের্ন্টস কর্মী। আমি চলচ্চিত্রর সাথে জড়িত কোন ব্যাক্তি নই।। আমার বিস্বাস হিরো আলমকে নিলে আপনার সিনেমা সুপার ডুপার হিট করবে।।কারণ এই ধরনের একজন সমালোচিত ব্যাক্তির কর্মকানড দেখার জন্য হইলেও মানুষ পৃক্ষাগৃহে যাবে।।অন্তত আমি যাইতাম।। আপনার বিবেচনাবোধ আর মানবিক মুল্যবোধ থেকে বিষয়টা পুনরায় বিবেচনা করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।।
Total Reply(0)
Belal Akon ২০ জুলাই, ২০২০, ৫:৩৬ পিএম says : 0
জলিল ভাই আপনি নিজ অবস্থানে প্রতিষ্ঠিত এবং অত্যন্ত দয়ালু ও পরোপকারী একজন মানুষ।। এখানে আসলে সমস্যাটি জনাব হিরো আলম ইচ্ছে করে তৈরী করেন নাই। সমস্যার সৃষটী হয়েছে তার স্বল্প জ্ঞানের কারণে। কারণ একজন মূর্খ মানুষ যেহেতু নিজের সামাজিক অবস্থান সম্পর্কে জানে না, ফলে অন্য মানুষের সামাজিক অবস্থান সম্পর্কে জ্ঞান রাখা তার জন্য অসম্ভব ব্যাপার ।।তাই কারও সন্মানের গভীরতা সম্পর্কে বোঝা তার পক্ষে সম্ভব না।এটা মূর্খ ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে করে না।।তার জ্ঞানের সীমাবদ্ধতার কারনে এটা হয়। আপনি বয়স,সামাজিক অবস্থান,শিক্ষা সবদিক দিয়ে হিরো আলম থেকে অনেক উপরে অবস্থান করছেন। কাজেই মানবিক দিক বিবেচনা করে তাকে সিনেমা থেকে বাদ দিয়েন না।।এটা আপনার প্রতি আমার ব্যাক্তিগত অনুরোধ।।ভাই ব্যাক্তিজীবনে আমি একজন গামের্ন্টস কর্মী। আমি চলচ্চিত্রর সাথে জড়িত কোন ব্যাক্তি নই।। আমার বিস্বাস হিরো আলমকে নিলে আপনার সিনেমা সুপার ডুপার হিট করবে।।কারণ এই ধরনের একজন সমালোচিত ব্যাক্তির কর্মকানড দেখার জন্য হইলেও মানুষ পৃক্ষাগৃহে যাবে।।অন্তত আমি যাইতাম।। আপনার বিবেচনাবোধ আর মানবিক মুল্যবোধ থেকে বিষয়টা পুনরায় বিবেচনা করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন