শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঞ্চগড়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৬ জন, মোট আক্রান্ত দুইশ’ ছাড়াল

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১০:৩৮ এএম | আপডেট : ১২:১০ পিএম, ১৯ জুলাই, ২০২০

পঞ্চগড় জেলায় করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৬ জন। শনিবার রাতে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বোদা উপজেলায় ১০ জন, দেবীগঞ্জে তিন জন, সদরে দুইজন ও তেঁতুলিয়ায় একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১১ জনে। আর ইতোমধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৪৪ জন। চিকিৎসাধীন আছেন ৬৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন।
পঞ্চগড়ে সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, শনিবার পর্যন্ত ২ হাজার ৪২৬ জনের নমুনা সংগ্রহ করার পর সব রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ২১১ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮৯ জন, দেবীগঞ্জের ৫৪ জন, তেঁতুলিয়ার ২০ জন, আটোয়ারীর ১৩ জন ও বোদার ৩৫ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ১৪৪ জন ও মারা গেছেন ৪ জন। বাকি ৬৩ জন আইসোলেশনের রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন