শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জিনহুয়ার প্রতিবেদন : এবার বাংলাদেশসহ সাত করোনা ঝুঁকিপূর্ণ দেশ থেকে হংকং ঢুকতে শর্তারোপ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:১৭ পিএম

করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ সাতটি দেশে ছিলেন এমন ব্যক্তিদের হংকং ঢুকতে শর্তারোপ করা হয়েছে। শনিবার এই আদেশ জারি করা হয়।
দেশগুলো হল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলো থেকে কেউ যদি ১৪ দিনের কম সময়ে হংকংগামী বিমানে উঠতে চান তবে তাকে অবশ্যই করোনাভাইরাস নেগেটিভ এর প্রমাণ দাখিল করতে হবে।

জুন মাসের ২০ তারিখ থেকে জুলাই মাসের ১৭ তারিখের মধ্যে হংকং এ বাইরে থেকে আসা ২৩৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। হংকং এর খাদ্য ও স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র বলেন, 'করোনার সংক্রমণ বাড়ছে। হংকং এ সীমিত 'কোয়ারেন্টিন এবং আইসোলেশনের সুবিধা'র কথা বিবেচনায় নিয়ে বাইরে থেকে যেন করোনা আক্রান্ত কেউ না আসতে পারে সেজন্য যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। '

তিনি বলেন, সর্বশেষ জনস্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশসমূহ থেকে কেউ এসে যেন এখানকার নিরাপত্তা নষ্ট না করতে না পারে সেজন্য ওইসব ভ্রমণকারীদের জন্য শর্ত জুড়ে দেয়া উচিত।

শর্ত হলো নির্ধারিত বিমানে উঠার আগে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে সংগ্রহ করা নমুনা দিয়ে করোনাভাইরাসের জন্য নিউক্লিক এসিডের টেস্ট করা। হংকং এ পৌঁছে ওই টেস্ট করাতে হবে এবং রিপোর্টের জন্য নির্ধারিত স্থানে অপেক্ষা করতে হবে।

রিপোর্ট নেগেটিভ আসলে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালে আইসোলেশন এবং চিকিৎসার জন্য পাঠানো হবে।

কেউ যদি ওই শর্তগুলো মানতে ব্যর্থ হন কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন তাহলে তাকে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে এবং ছয় মাস জেল খাটতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন