বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩৬শ’ লিটার হাঙ্গর মাছের তেলসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামে ৩৬০০ লিটার হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন - মো. রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও মো. সাগর (২৭)। র‌্যাব জানায় তারা বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যা করে সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে। একটি মিনি ট্রাকে করে বিক্রির উদ্দেশে কক্সবাজার থেকে ময়মনসিংহ নেওয়ার পথে এসব তেল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়।
ট্রাকে ১৮ টি ব্যারেল রাখা ৩ হাজার ৬০০ লিটার অবৈধভাবে উৎপাদনকৃত হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যা করে অবৈধভাবে তেল উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ২০ জুলাই, ২০২০, ৫:২১ এএম says : 0
KI AJOB TAMASHA ! MANUSH MORE SAFFF HOCHE, DESHER MANUSH KHETE PARCHE NA, KINTU ONARA HAGGOR MAS MARATE GREFTAR KORCHE ! KENO>???? ONNO DESH E TO HANGGOR DHORA BA SHIKAR KORA TO OPORAD NOY, BISHESH KORE BORO SIZER GULO, BANGLADESH E KENO HOBE???
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন