শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্যাম্প ন্যু বদলে লিও মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

বার্সায় যখন ছিলেন, মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেদের সঙ্গে গড়েছিলেন এক সাম্রাজ্য। আজ দানি আলভেজও নেই ক্লাবে, চলে গেছেন পুয়োল-জাভি-ইনিয়েস্তারাও। বয়সী পিকে-বুসকেটসদের নিয়ে ক্লাবটাকে যেন একাই টানছেন লিওনেল মেসি। কিন্তু একা আর কতটুকু হয়? যদি ক্লাব-সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্যটুকুও না পাওয়া যায়? দিনশেষে ফুটবল তো সেই এগারোজনের খেলাই! ফলে বার্সার অবস্থাও আর আগের মতো নেই। আগে যে ক্লাবটা এক মৌসুমেই ছয়টা শিরোপা জিতেছে, চলতি মৌসুমে একটা শিরোপাও না জেতার শঙ্কা ঘিরে ধরেছে ক্লাবটাকে। আর তা দেখে কষ্ট হচ্ছে সাবেক তারকা দানি আলভেজের।

দলকে আবারও বিশ্বজয়ী করে তোলার জন্য মেসি বর্তমান সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন না বলে কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার, ‘ও একজন জাত বিজয়ী। ও কখনই হারতে পছন্দ করে না। ফলে এই অবস্থায় ওর রাগ হবে এটাই স্বাভাবিক। আমার মতোই, সব সময় জিততে চায়। অনেক বছর ধরেই ফুটবল খেলছে, ও বোঝে কখন দল ভালো খেলছে আর কখন খারাপ। অনেক বছর ধরেই বার্সেলোনায় আছে। ও জানে জেতার জন্য কী কী করতে হয়। আমার যেটা মনে হয়, ওর যে সমস্যা হচ্ছে, সেটা হল ঠিকঠাক সমর্থন পাচ্ছে না। সহযোগিতা পাচ্ছে না। অবশ্যই আমাদের সময়ও মেসি মূল তারকা ছিল, কিন্তু আমরাও যথাযোগ্যভাবে সাহায্য করেছি। সব সময় শীর্ষে থাকতে চায়। কিন্তু একটা শীর্ষস্থানীয় ক্লাব হতে গেলে মেসি একা কিছু করতে পারবে না, আপনার আরও মানুষ লাগবে সেটা বানানোর জন্য। সব সময় ক্লাবের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। তবে দিনশেষে মেসিও একজন মানুষ।’

হতাশ হয়ে গিয়ে মেসি যদি শেষমেশ ক্লাবই ছেড়ে দেন? শোনা যাচ্ছে, বর্তমান বোর্ডের ওপর মেসি এতটাই রুষ্ট, যে চুক্তিবৃদ্ধির কথাবার্তা পর্যন্ত থামিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে আলভেজের মনে হয় না মেসি অমনটা করবেন, ‘আমার মনে হয় না মেসি ক্লাব ছাড়বে। ওই বার্সেলোনার ম‚ল তারকা, পোস্টার বয়। যদি চলে যায় তবে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে সেটা। ওকে এই ক্লাবে অবসর নিতে না দেওয়াটা হবে অনেক বড় ভুল। আমার মতে স্টেডিয়ামের নামও পরিবর্তন করে ক্যাম্প ন্যু থেকে লিও মেসি করা উচিত।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন