শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আল-কুদস শহরের গভর্নরকে আবার আটক করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৯:৩৬ এএম

ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল (রোববার) সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী এবং তাকে আটক করে।

বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক পরা অবস্থায় আদনান গেতকে পুলিশ এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে।

আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে এ ব্যাপারে ইসরাইলি পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে আদনান গেইত আল-কুদস শহরের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল তাকে ১৭ বার আটক করেছে। আল-কুদস শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তৎপরতা দেখভাল করার দায়িত্ব তার।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন