সউদি আরবের সুপ্রিম কোর্ট আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটিতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তা আজ চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।
এর আগে সউদি সুপ্রিম কোর্ট রোববার এক বিবৃতিতে জানায়, দেশটিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন। চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবও তাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে চলতি বছরে
করোনাভাইরাস মহামারির কারণে সীমিতাকারে হজ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে
করোনার সংক্রমণ কম রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রত্যেক হাজির জন্য সাধারণ সময়ের তুলনায় চারগুণ স্থান বরাদ্দ করা হয়েছে।
মন্তব্য করুন