শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লেবাননে ইরান দূতাবাসে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি গ্রেফতার

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননে অবস্থিত ইরান দূতাবাসে হামলায় ব্যবহৃত গাড়িতে বোমা পেতে রাখার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আবু তালেব নামে আটক ওই ব্যক্তি আন্ নুসরার সঙ্গে সহযোগিতা এবং লেবাননে বিভিন্ন সন্ত্রাসী হামলার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগেও বৈরুতে ইরান দূতাবাসে হামলার প্রধান পরিকল্পনাকারী এবং ‘আব্দুল্লাহ আজম’ সন্ত্রাসী গ্রুপের প্রধান সউদি নাগরিক মাজেদ আল মাজেদকে লেবাননের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল। কিন্তু এর কিছুদিন পরই রহস্যজনকভাবে তার মৃত্যুর খবর আসে। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর বৈরুতে ইরান দূতাবাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ ব্যক্তি নিহত এবং ১৫০ এর বেশি লোক আহত হয়েছিল। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন