বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাতির নিঃসঙ্গতা দূর করতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানের একটি নিঃসঙ্গ ও দুর্ব্যবহারের শিকার হাতি কম্বোডিয়া পাঠানোর দাবি আদালত অনুমোদন করেছে। এই হাতি নিয়ে মিউজিক তারকা চের-এর নেতৃত্বে পরিবেশিবাদীদের প্রবল আন্দোলন গড়ে ওঠে। কাভান নামের হাতিটি ইসলামাবাদ চিড়িয়াখানায় শেকল দিয়ে রাখা। এক সময় এর মধ্যে মানসিক অসুস্থতা দেখা দিলে পশুটির চিকিৎসায় অবহেলা হচ্ছে বলে পশুপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা ৪ লাখের বেশি স্বাক্ষর যোগাড় করে হাতিটির মুক্তি দাবি করে। গত মে মাসে ইসলামাবাদের হাই কোর্ট কাভিনকে মুক্তি দানের নির্দেশ দেয় এবং বন্যপ্রাণী কর্মকর্তাদের একটি ‘উপযুক্ত অভয়ারণ্য’ খুঁজে বের করতে বলে। শনিবার আদালতের শুনানিতে কর্তৃপক্ষ জানায় যে বিশেষজ্ঞ কমিটি হাতিটিকে কম্বোয়িার বন্যপ্রাণী অভয়ারণ্যে পাঠানোর সুপারিশ করেছে। এর আগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছিলেন যে কাভিনকে বেধে রাখা হয়নি। ২০১২ সালে এর সঙ্গী মারা যাওয়ার পর থেকে নতুন সঙ্গীর জন্য হাতিটি উতলা হয়ে আছে। এএফপি, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন