বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিসরের কারাগারে করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত অসংখ্য : এইচআরডব্লিউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৯:৩৬ পিএম

মিসরের কারাগারগুলোতে কোভিড-১৯ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং চিকিৎসা সুরক্ষার কোনো ব্যবস্থা না থাকায় দেশটির বিভিন্ন কারাগারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৪ বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এসব উদ্বেগ জানিয়েছে।
এমনকি কোনও কোনও কারাগারে বন্দিদেরকে মাস্কও পরতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, কারাগার থেকে ফাঁস হওয়া চিঠি ও নির্ভরযোগ্য স্থানীয় মানবাধিকার সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরডব্লিউ। ১৫ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য এখানে যুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘অনেক কারাবন্দির মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেওয়ার পরও কারাগারগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। করোনা পরীক্ষারও কোনও সুযোগ নেই।’
মানবাধিকার সংগঠনটির অভিযোগ, সংগ্রমণ ঠেকাতে কারা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। যেসব কারাবন্দির শরীরে উপসর্গ দেখা যায় তাদেরকে আইসোলেশনে রাখারও ব্যবস্থা করা হয়নি। ফেব্রুয়ারি থেকে প্রায় ১৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মিসর। তবে তা যথেষ্ট বলে মনে করে না এইচআরডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন