শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীতে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ

৫ জনের সাজা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর চকবাজারে পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৫টি পলিথিন তৈরির কারখানা সিলগালা ও ৫ জনকে এক বছর করে কারাদন্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিবেশ অধিদফতরের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, চকবাজারে অভিযানকালে আমরা পাঁচটি কারখানায় পলিথিন তৈরি ও বিপুল পরিমাণ পলিথিন মজুত দেখতে পাই। প্রায় ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
তিনি আরো বলেন, পরিবেশ অধিদফতরের অনুমোদন না নিয়ে পরিবেশ বিনষ্টকারী পলিথিন তৈরি ও মজুত আইনত অপরাধ। রহমতগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সির মো. রাসেল ফরাজী, মোশাররফ প্যাকেজিংয়ের মো. সুজন মিয়া, মেসার্স মোশারফ প্লাস্টিকস’র মালিক মো. আক্তার, সুমন প্যাকেজিংয়ের সবুজ মিয়া এবং মমতাজ পিপির মো. আজিজুল হককে এক বছরের সাজা দেয়া হয় এবং পাশাপাশি প্রত্যেকটি পলিথিন তৈরির কারখানা সিলগালা করার নির্দেশ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন