বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে সিনেমা হল খুলে দেয়া হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১০:০৯ এএম

নানা শর্তে খুলে দেয়া হয়েছে সিনেমা হল। তবে বসতে হবে শারিরিক দূরত্ব বজায় রেখে। করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে চীন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটি। সেই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস পর চীনের সাংহাই ও চেংদুসহ বেশ কয়েকটি শহরে খুললো মুভি থিয়েটার। ফলে করোনার থাবায় থমকে যাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানী বেইজিংয়ের থিয়েটারগুলো রয়েছে বন্ধ। এছাড়া অন্য শহরগুলোতে থিয়েটার খোলার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। চীনের ৬শ থিয়েটার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়ান্ডা ফিল্ম জানিয়েছে, সোমবার ৪৩টি থিয়েটার খুলে দেয়া হয়েছে।

গত বছর চীনা ফিল্ম বক্স অফিসের আয় ছিল ৬৪ বিলিয়ন ইউয়ান। তবে চলতি বছর করোনার কারণে ৩০ বিলিয়ন ইউয়ান ক্ষতির আশঙ্কা করছে চীনের ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন