শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১০:১১ এএম | আপডেট : ১০:১৬ এএম, ২১ জুলাই, ২০২০

পাইপলাইন সংস্কার কাজের জন্য রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের এলাকা ও মিরপুর এলাকায় আজ মঙ্গলবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের (টাই-ইন) জন্য মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে-সংসদ ভবন এলাকা, মনিপুরী পাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, মিরপুর ১০ থেকে মনিপুরী পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে।

এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন