শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশের দুঃসময়ে প্রবাসীরা রাষ্ট্রদূতের মতো কাজ করুন-আমিরাতে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছালাউদ্দিন, আরব আমিরাত থেকে : দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আপনারা একেক জন প্রবাসী রাষ্ট্রদূতের মতো। তাই আপনাদের যার যার অবস্থান থেকে দেশের দুঃসময়ে রাষ্ট্রদূতের মতো কাজ করুন।
রোববার রাতে শারজাহ আল-বাইতি হোটেলের হলরুমে আরব আমিরাত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ আল মামুন সরকারের সভাপতিত্বে ও শারজাহ যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওসারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, আরব আমিরাত যুবলীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। বিশেষ অতিথি ছিলেন, আরব আমিরাত যুবলীগের সাধারণ সম্পদক এস এম নিজাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন চৌধুরী, প্রকৌশলী শিবু চৌধুরী, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, এ.কে.এম গোলাম কাদের, আজম খান ও মোজাহের উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাশেষে জঙ্গি প্রতিরোধ সমন্বয়ক কমিটি আরব আমিরাত শাখা গঠন করা হয়। এতে আলহাজ আল মামুন সরকারকে প্রধান সমন্বয়কারী, কাজী মোহাম্মদ আলীকে সহ-প্রধান ও এস এম নিজামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন