বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালমনিরহাটে আরো ১৬ জন করোনা রোগী সনাক্ত

জেলায় মোট করোনা রোগী ২৮৪ জন

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৯:১৮ পিএম

লালমনিরহাট জেলায় আরো ১৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২৮৪ জনে। বিষয়টি ২১ জুলাই মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসার র্নিমলেন্দু রায় নিশ্চিত করেছেন।

জানা যায়,গত ২০ জুলাই সোমবার লালমনিরহাট সিভিল র্সাজন অফিস থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ২১ জুলাই মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় রির্পোটে তাদের মধ্যে লালমনিরহাট ২৭ আনসার ব্যাটালিয়নের ৫ জন, লালমনিরহাট পৌরসভার টিউমল পাড়ার ৩ জন, সাপটানা বাজার এলাকার ২ জন, আদর্শ পাড়ার ১ জন, জেলা প্রশাসক অফিসের ১ জন, বাবু পাড়ার ১ জন, বাংলাদেশ রেলওয়ের ১ জন, গোকুন্ডা ইউনিয়নের ২ জন। এর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল র্সাজন অফিস নিশ্চিত করেছেন।
সিভিল র্সাজন ্অফিস সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ২৮৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত জেলায় মোট ১৮৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং মৃত্যু বরন করেছেন ২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন