বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকা দক্ষিণের ১১ স্থানে বসবে পশুর হাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৩য় পর্যায়ের ইজারা মূল্যায়নে ৬টিসহ মোট ১১টি পশুর হাট বসছে। এর আগে গত ১২ জুলাই ডিএসসিসির সভায় তাদের এলাকায় ৫টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়। দরপত্র আহ্বান অনুযায়ী অন্য হাটগুলো ১৯ জুলাই জমাদানের শেষ তারিখ ছিল।
যে ১১টি স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে তার তালিকা গতকাল প্রকাশ করেছে ঢাকা ডিএসসিসি। হাটের তালিকা হলো, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি মাঠ (হাজীর বাগ), উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্নের আশেপাশের খালি জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং), লিটন ফেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের সংলগ্ন বিশ্বরোডের আশেপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, ধুপখোলা কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউট-এর খালি জায়গা এবং রহমতগঞ্জ মাঠে সংলগ্ন আশপাশের খালি জায়গা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ফিরোজ ২২ জুলাই, ২০২০, ৩:৩০ এএম says : 0
পশুর হাটে যেন স্বাস্থ্যবিধি মানা হয় সেটা খেয়াল রাখতে হবে।
Total Reply(0)
আলতাফ ২২ জুলাই, ২০২০, ৩:৩১ এএম says : 0
অযথা এখন আর হাটে এসে ঘোরাঘুরি করা ঠিক হবে না।
Total Reply(0)
বুলবুল ২২ জুলাই, ২০২০, ৩:৩২ এএম says : 0
সবাইকে খুব সতর্ক থাকতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন