শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে ভেঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রনবাঁধ মেরামত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:২৭ পিএম

ফরিদপুরের সাদীপুর এলাকায় ভেঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রনবাঁধ ৪৮ ঘন্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।
ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভেঙ্গে যাওয়া ২২ মিটার জায়গা ৪৮ ঘন্টার মধ্যে মেরামত করা হয়েছে। একই সাথে বাঁধের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, কোথাও কোন ত্রুটি নজরে আসলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, গত রোববার বাঁধটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়ার পর দুইঘন্টারমধ্যে মেরামতের কাজ শুরু করে ফরিদপুর পাউবো।

এদিকে বুধবারও পদ্মার পানি বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দি রয়েছে ছয়টি উপজেলার প্রায় পাঁচশ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এদিকে জেলার নিন্মান্চলের মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে বেড়িবাঁধ ও বিভিন্ন সড়কের উচু স্থানে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বন্যার্তদের জন্য ২শ মেট্রিক টনচাল ও নগদ তিন লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ