বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বলিভিয়ার ঘরে ঘরে লাশ, রাস্তা থেকে উদ্ধার ১৪১টি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:৩২ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় রাস্তা এবং বাড়িঘর থেকে গত পাঁচদিনে ৪০০টির বেশি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার বলিভিয়া পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়।

বলিভিয়ার জাতীয় পুলিশের পরিচালক কর্নেল ইভান রোজাস বলেন, মরদেহগুলোর মধ্যে ১৯১টি উদ্ধার হয়েছে কোচাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে। এছাড়া বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে উদ্ধার হয়েছে ১৪১টি মরদেহ। পাশপাশি বলিভিয়ার সবচেয়ে বড় শহর সান্তা ক্রুজ থেকে ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত অথবা উপসর্গে মারা গেছেন। আর বাকিরা সংঘর্ষ অথবা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বলিভিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯৯১ জন। মারা গেছেন ২ হাজার ২১৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন