জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিঁয়াজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২২ জুলাই) বেলা ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
শামসুদ্দীন দিদার বলেন, মরহুমের লাশ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়ায় নেয়া হবে। বুধবার বাদ এশা মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন