মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আবাদি জমি আবার ডুবতে বসেছে

যশোরে সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি বুধবার যশোরে সংবাদ সম্মেলন করে অবিলম্বে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে। নেতৃবৃন্দ বলেছেন, ভবদহ জনপদের যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রায় ২শ’ গ্রাম এবং হাজার হাজার আবাদী জমি ডুবতে বসেছে আবার। অথচ বরাবরের মতো মহল বিশেষ ভবদহ জনপদকে জলভূমি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য জোয়ার আধার প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।যশোরের অস্থায়ী কার্যালয়ে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য সচিব চৈতন্য পাল, উপদেষ্টা হাচিনুর রহমান, নাজিমুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান ভিটু। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবদহ জনপদকে রক্ষা ও পানি অপসারণের দাবিতে ৯আগস্ট স্মারকলিপি দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন